প্রেস বিজ্ঞপ্তি ॥ হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অধিকতর গতিশীল ও ফলপ্রসু করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক আইডিপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। ব্র্যাক জেন্ডার আইডিপি কর্মসূচী সংগঠক প্রবীন কুমার ভক্ত এর পরিচালনায় সভায় বক্তব্য করেন সমন্বয়কারী সৈয়দ তোফায়েল হোসেন, শিক্ষক মোঃ চনু মিয়া, মেম্বার নুরুল ইসলাম, মোতাব্বির হোসেন, আয়ুব আলী, নূর আহম্মদ, মতিউর রহমান, জাহাঙ্গীর মিয়া, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমূখ।