চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন শমছু (তালা) মার্কায় ২ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী সমর্থিত প্রার্থী সাইফুল আলম রুবেল (চশমা) মার্কায় পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌর শহরের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিক উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ৬জন। এর মধ্যে আওয়ামী সমর্থিত আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ-পিরিচ) মার্কায় পেয়েছেন ১৭৭৩, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এস. কে ইফতেখারুল গনি খাইরু (দোয়াত কলম) মার্কায় পেয়েছেন ১২৬৮, আওয়ামী সমর্থিত আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন (মাইক) মার্কায় পেয়েছেন ২৫৭ ও আফসার মিয়া চৌধুরী (আনারস) মার্কায় পেয়েছেন ৫১। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১২০১। এর মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৮৩৪৮, বাতিল ভোট ৮৭। ৭৫% ভোট কাস্টিং হয়। উল্লেখ্য যে, ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।