প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭১ এ মানবতা বিরোধী অপরাধী রাজাকার সৈয়দ কায়ছারের ফাঁসির রায় দেয়ায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। পথ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় বক্তব্য রাখেন, চেম্বার অব কামার্সের প্রেসিডেন্ট ও পৌর আওয়ামিলীগের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আফরাজ আহমেদ আফরোজসহ সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় বক্তারা রাজাকার সৈয়দ কায়সারের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় দেয়া সন্তুষ্ট প্রকাশ করেন। এবং সকল রাজাকারের ফাঁিসর রায় কর্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।