স্টাফ রিপোর্টার ॥ ব্যাকার্স এসোসিয়েশন হবিগঞ্জের পক্ষ থেকে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখায় প্রায় ২ শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের এজিএমবৃন্দ ও হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ব্যাংকের ব্যবস্থাপক এবং কর্মকর্তাবৃন্দ।