স্টাফ রিপোর্টার ॥ জেলাব্যাপি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৭ আসামিকে গ্রেফতার করেছে। রোববার দিনগত রাত ১২টা থেকে গতকাল সোমবার ভোর ৫টা পর্যন্ত ৯টি থানার পুলিশ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ জন ও নিয়মিত মামলার ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়।