স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভরপূর্নী দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মিয়া মোঃ আব্দুল আজিজ। এ উপলক্ষে গত ১৯ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুল্লা ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, বিশিষ্ট মুরুব্বি ও যুবকসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনুকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে মিয়া মোঃ আব্দুল আজিজকে মাদ্রাসার সভাপতি নির্বাচিত করা হয়।