নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে গতকাল সোমবার দরিদ্র মানুষের মাঝে ২’শ পিস স্বাস্থ্য সম্মত সেনেটারী লেট্রিন রিং বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন সেভরনের ফিল্ড কমিউনিকেশন ম্যানেজার মলয় কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মেহের আলী মাহালদার, ইউপি আওয়ামীলীগের সভাপতি রানু দাশ, সাংগঠনিক সম্পাদক বাসু দেব দাশ, ইউপি সদস্য মায়া রানী দাশ, যুবলীগ নেতা জুনেদ, এটি এম রুবেল, রুখদ মিয়া প্রমূখ।