নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ মধ্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিন্ধু পাল ও রিনা পালের আয়োজনে গতকাল সোমবার রাতে বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদগ্রস্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক রশময় শীল, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, অর্থ সম্পাদক মিহির লাল সরকার, ক্ষিতিশ চন্দ্র পাল,তাপস বনিক, নৃপেন্দ্র পাল, দিপু পাল, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, প্রণব চন্দ্র দেব ,নয়ন লাল সরকার, সুমন পাল, দিপন দাশ, জয়হরি দেব, যাদব সুত্রধর, নয়ন চন্দ্র গোপ প্রমূখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।