মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মাধবপুর পৌর এলাকায় ষ্টেডিয়াম পাড়ায় বৈশাখী ট্রেডার্সের মালিক জাকির হোসেনের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা কলাসিবল গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তাসহ পরিবারের সকলকে বেধেঁ নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি স্বর্নাংলকার, টেলিভিশন, ৫টি মোবাইল ও কাপড়-চোপড় নিয়ে নিবিঘেœ পালিয়ে যায়। জাকির হোসেন জানান-ওই রাতে ৯/১০জনের ডাকাত দল বাসার কলাসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকেসহ পরিবারের সকল সদস্যদের বেধেঁ আলমারির ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি স্বর্নাংলকার, টেলিভিশন, ৫টি মোবাইল ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যায়। পরে আমাদের সুর চিৎকারে প্রতিবেশীরা এসে আমাদের বাধনমুক্ত করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াসিনুল হকসহ পুলিশ বাসায় আসে। সকালে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহাসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান।