চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইলস্থ গাউছুল আযম জামে মসজিদের বার্ষিক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ আছর থেকে স্থানীয় মসজিদ মাঠ প্রাঙ্গণে এক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ইদ্রিছ আলী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও মসজিদের খতিব মৌলভী নিহাদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন হযরতুল আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদী (কুমিল্লা)। বিশেষ মেহমান হিসাবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন তুর্কী আল কাদেরী, মাওলানা মকসুদ আলী, সাংবাদিক এস. এম. সুলতান খান, হাফেজ ক্বারী জাকির আল হোসাইনী, ক্বারী মামুনুর রশীদ প্রমুখ।