স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবিলীতে সৈয়দ আব্দুর নুর হোসাইনী চিশতী (দ্বিনহীন) (রহঃ) এর ৯৬তম মৃত্যু বার্ষিকী ও ওরস গতকাল পালিতুুুু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান ও ভক্তবৃন্দের বিশাল সমাগম ঘটে। রাতে কোরআন তেলাওয়াত, ও মিলাদ মাহফিল, মুর্শিদী কাফেলা অনুষ্টিত হয়। ভোর রাতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সুলতানশী হাবিলী’র পীর সৈয়দ হাসান ইমাম হোসাইনী (চিশতী) (আওলিয়া মিয়া সাহেব)