স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ থেকে অপসারিত হওয়ার পর সরকারি কোয়ার্টার থেকে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন জেলা পরিষদের সাবেক নিম্নমান সহকারীর পরিবার। আদালতে আপিল মামলা চলমান থাকার পরও নিয়ম বহির্ভূতভাবে কোয়ার্টার থেকে তুলে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জেলা পরিষদের নিম্নমান সহকারী পদ থেকে অপসারিত সাইফুল আলম।
গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম-মুদ্রারিক মোঃ সাইফুল আলম তার লিখিত বক্তব্যে বলেন, “আমি নিয়োগবিধি মোতাবেক বিগত ২০০৪সালের ২৮ আগস্ট হবিগঞ্জ জেলা পরিষদে নিম্নমান সহকারী কাম-মুদ্রারিক পদে যোগদান করি। আমার আবাসিক প্রয়োজনে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করলে কর্তৃপক্ষ আমাকে রাজনগরস্থ জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারে একটি বাসা বরাদ্দ দেন। বরাদ্দকৃত বাসায় আমি প্রায় ৯ বছর যাবৎ বসবাস করে আসছি। এ বছরের ৪ মার্চ আমাকে কোনরূপ কারণ দর্শানো ছাড়াই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়। যা আমার বোধগম্য নয়। প্রকাশ থাকা আবশ্যক যে, কারণ দর্শানোর নোটিশ ছাড়া সাময়িকভাবে বরখাস্ত করার ব্যাপারে জেলা পরিষদের বিধি মোতাবেক কতটুকু বৈধ, আমি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে জ্ঞাত নই।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা গত ২৬ নভেম্বর ’১৪ইং তারিখে মাত্র ৪দিনের মধ্যে আমার বরাদ্দকৃত বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন বর্তমান প্রধান নির্বাহী প্রকৌশলী। আপিল চলমান অবস্থায় কোন্ বিধি-বিধানের বলে আমাকে ৪ দিনের মধ্যে বাসা ছেড়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল তা বোধগম্য নয়। এদিকে গত ১৮ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাৎক্ষণিকভাবে আমি বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ বসবাসের সুযোগ দানের জন্য লিখিত আবেদন নিয়ে জেলা পরিষদে গেলে অফিস থেকে জানানো হয় যে, প্রধান নির্বাহী কর্মকর্তা ছুটিতে আছেন এবং উনার নির্দেশ ছাড়া এতদসংক্রান্ত আবেদন গ্রহণ করা সম্ভব নয়। আমার মনে হচ্ছে বিশেষ একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বাসা থেকে আমার পরিবার-পরিজনকে বিতাড়িত করার জন্য বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবার-পরিজন নিয়ে আমি মানবেতন জীবন যাপন করছি। আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমাকে উক্ত বাসায় থাকতে দেয়া হবে, এ আশাও করছি। সংবাদ সম্মেলনে মোঃ সাইফুল আলমের মা, কন্যা ও বড় বোন উপস্থিত ছিলেন।