চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই সহোদরের পরিবারের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল শনিবার দুপুরের দিকে মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজিজুর রহমান ও তার ছোট ভাই হাবিবুর রহমানের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হল মোঃ শাকিল মিয়া, সুহেব মিয়া, কালাপুর হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মোঃ সেলিম মিয়া, শাকিলা ইয়ামিন, মিনারা খাতুন, হাবিবুর রহমান লাল মিয়া।