স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস সংযোগ না হওয়া পর্যন্ত এলাকাবাসীর এ ন্যায্য দাবীর প্রতি একাত্বতা পোষন করে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, বিবিয়ানার গ্যাস নিয়ে বর্তমানে দেশ বিদেশে দল মত নির্বিশেষে যে আন্দোলন হচ্ছে এ আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। তাই জনগণের পাশে থেকে এ অধিকার আদায়ে যাহা করনীয় আমি অবশ্যই করব, নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ না হওয়া পর্যন্ত দাবী আদায়ে কখনো পিছপা হবো না, জনগনের কাধে কাধ লাগিয়ে কাজ করতে চাই। এ নিয়ে আমি ইতিপূর্বে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর নবীগঞ্জ আগমনে উপজেলাবাসীর এ দাবীকে তুলে ধরি। তিনি দরবেশপুর বহুমূখী সংগঠনের আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল শনিবার সন্ধা ৭টায় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় এম এস আনা এন্টার প্রাইজের উদ্যোগে দরবেশপুর বহুমুখি সংগঠনের চেয়ারম্যান মোঃ আনার মিয়া আনার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গীতিকার আশরাফ উদ্দিন, উপজেলা জাপার আহবায়ক ডাক্তার শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, রোজ বাংলা গ্র“পের চেয়ারম্যান হারুন চৌধুরী চুনু, জেলা জাপা নেতা খলিলুর রহমান চৌধুরী দুদু, সাংবাদিক এম এ আহমদ আজাদ, জাপা নেতা মুরাদ আহমদ, সাংবাদিক বুলবুল আহমদ, যুব সংহতির সাধারন সম্পাদক মোঃ ফুল মিয়া পাঠান, সাংগঠনিক সম্পাদক মির্জা হামজা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রঞ্জু দেব প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।