নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পু®পস্তবক অর্পন, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের সংবর্ধনা, বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। গতকাল বিকাল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি মেম্বার মোঃ মনসুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত ব্যাক্তিত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। শিক্ষক ফারুক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ট্রাফিকের সহকারী কমিশনার দেওয়ান জাহেদ আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, নির্বাহী সদস্য এডঃ সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবীন্দ্র কুমার পাল, হবিগঞ্জ উন্নয়ন স্ংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনুর তালুকদার। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাহ দরাজ আহমেদ, আব্দুল্লাহ আবু সাইদ রিপন, আব্দুল কদ্দুছ, তোফাজ্জল হোসেন, মামুনুর রশীদ, সামসুদ্দিন জনি, মহিবুল হাসান মামুন প্রমূখ।
অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। পরে অতিথিদের বিদ্যালয় পরিচালনা কমিটি ক্রেষ্ট প্রদান করেন। প্রধান অতিথি ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট প্রধান করা হয়। অনুষ্ঠান শুরুও প্রাক্কালে প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত এদেশকে জঙ্গি তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সময়ে দেশে সন্ত্রাস চাদাবাজী জঙ্গিবাদ ছাড়া আমরা কোন কিছু দেখি নাই। বর্তমান মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় এসেছে। তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমরা প্রত্যেকটি মানুষকে সু-শিক্ষায় শিক্ষিত করে একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে চাই।