প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির এক জরুরী সভা গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ এমরানের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমজি মোহিতের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ কামাল উদ্দিন সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক শ্রমিকদল সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদ, তুষার চৌধুরী, ফারুক আহমেদ, আজম উদ্দিন, এডঃ আব্দুল আজিজ, মোহাম্মদ আলী মুছা, এসএম আউয়াল, এডঃ আফজাল হোসেন, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন দিলু, মোঃ নানু মিয়া, ফখরুল ইসলাম, আবুল কাশেম, মাসুক মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, মুকিম চৌধুরী, শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আলমপনা চৌধুরী মাসুদ, সিদ্দিকি জনি, আক্কাছ আলী, মোঃ আলী শিফন, সাইফুল ইসলাম রাজ, আমির আলী, মিজানুর রহমান সোহেল, মুস্তাফিজুর রহমান পলাশ, ইকবাল খান, শরীফ উদ্দিন চৌধুরী, আব্দুস সত্তার, হারিস মিয়া, আব্দুল আহাদ ময়না, নাছির উদ্দিন, জামিউর রহমান জামু, আব্দুল আহাদ আনসারী, আলামিন, ছাত্রদলনেতা রাসেল মোল্লা, আবুল বাশার জুম্মন, মাহফুজুর রহমান খোকন, শাহ আলম, ফজলুল ইসলাম, দেলোয়ার হোসেন রানা, শামীম উসমান, মিজানুর রহমান সোহেল, মুজাহিদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে জড়ানোর প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় বক্তারা বলেন হবিগঞ্জ জেলা বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দের সাথে কোন পরামর্শ ছাড়া আজকের এই সমাবেশ বিএনপির অত্যন্ত দুঃখজনক। যে তৎপরতা বিএনপিকে বিভক্ত করে ভবিষ্যতে এ রকম কোন তৎপরতা বরদাস্ত করা হবে না। বক্তারা বলেন, জেলার অধিকাংশ নেতৃবৃন্দকে বাদ দিয়ে কোন সমাবেশ দলের জন্য শোভনীয় নয়।