স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর নারায়নপুর গ্রামে ভূমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সুদিন্দ্র গোপ, সমিরন গোপ, দিরেন গোপ সুরঞ্জন গোপকে সদর আধুনিক হাসপাতলে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়নপুর গ্রাম পঞ্চায়েত সরদার পান্ডব গোপ, কামেদা গোপসহ গ্রামবাসীরা জানান, তাদের গ্রামের আশপাশ, বাড়ীসহ বিভিন্ন এলাকায় ৫’শ শতাংশ ভূমি ১’শ বছরেরও বেশী দিন যাবৎ ভোগদখল করে আছে। জমিদারের পরিবার ভারতে যাওয়ার পর ওই জায়গাগুলি গ্রামবাসীরা ভোগদখল করে চাষাবাদসহ ঘরবাড়ী স্থাপন করে। এনিয়ে মহামান্য হাইকোর্টে রিভিউশন মামলায় রয়েছে (মামলা নং-সিভিল রিভিউশন নং-৪৭ অফ ২০০৪)। গ্রামবাসী আরো জানান, দির্ঘদিন ধরে এ গ্রামের ধনঞ্জয় গোপ, চিত্তরঞ্জন গোপ, হরিভক্ত গোপ, রঞ্জিত গোপ, গুরুপদ গোপ চিরন গোপ এর দৃষ্টি পড়ে ওই ভূমির উপর। তারা অর্পিত সম্পতির কথিত দাবিদার সবিতা দত্ত চৌধুরী ও অন্যান্যরা অর্পিত সম্পতি বিশেষ ট্রাইবোনাল আদালতে ৫টি মামলা দায়ের করা হয়। অপরদিকে গ্রামবাসীকে হুমকি দেয়া হয়।
এদিকে গতকাল শুত্রবার সক রঞ্জিত গোপ, গুরুপদ গোপ চিরন গোপ ও তাদের ভূমি দখলে জন্য আসলে প্রতিরোধের মুখে চল যায়। বিকালে সদর থানায় একটি জিডি এন্ট্রি করলে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেন। ঘটনা তদন্তকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।