প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, লাখাই কাটিহারা মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন শেখ আজিজুর রহমান (খড়কির হুজুর) গত ১৭ ডিসেম্বর রাত ১১টায় ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনতিকাল ফরমাইয়াছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ৪ছেলে, ৫মেয়ে ও অনেক ছাত্র এবং গুনগ্রাহী রেখে যান। তিনি প্রায় ৪০ বৎসর লাখাই কাটিয়ারা মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব আদায় করেন। পরদিন সকাল ১০টায় লাখাই কাটিয়ারা মাদ্রাসা প্রাঙ্গনে তার ১ম জানাযা এবং বাদ যোহর খড়কি জামে মসজিদ প্রাঙ্গনে দিতীয় জানাযা অনুষ্টিত হয়। জনাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, লাখাই থানা শাখার সভাপতি মাওলানা আমিমুল এহসান মাছুম, সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলম, মাধবপুর থানা শাখার সভাপতি মাওলানা আব্বাছ আলী, সেক্রেটারী মাওলানা শামছুল ইসলাম, চুনারুঘাট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানিসহ কয়েক হাজার আলেম উলামা ও জেলার বিভিন্ন থানা থেকে আগত হাজার হাজার মুসল্লিয়ান। পরিশেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।