বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর ১,২,৩ ও ৪ নং ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়নে রূপান্তর বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ২নং বানিয়াচং সদর উত্তর পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে “বানিয়াচং মহাগ্রাম পরিষদ” গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক ডিএস দিলীপ কুমার বণিক। হবিগঞ্জ এলজিএসপি-২ ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এ.বি.এস মাহবুবার রহমান এর সঞ্চালনায় বানিয়াচং মহাগ্রাম পরিষদ গঠনের সরকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ইউ.পি সচিব জ্যোতির্ময় দাস, ইউ.পি সদস্যা শিখা রানী মোদক, ইউ.পি সদস্য মোঃ বেলাল খান, মোঃ আঃ ওয়াদুদ, মিজানুর রহমান, নুরুল ইসলাম, মিরা নন্দী, মোঃ মোবারক মিয়া, শেখ আব্দুল জব্বার প্রমুখ। প্রধান অতিথি স্থানীয় সরকার উপপরিচালক দিলীপ কুমার বণিক বলেন, পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গকে শুধু গতানুগতিক ইউ.পি বরাদ্দ দিয়ে জন প্রত্যাশা পুরণ করা সম্ভব হচ্ছে না। তাই সরকার সিটি কর্পোরেশনের আদলে বিশ্বের বৃহত্তম গ্রামের উন্নয়নে একক একটি প্রতিষ্ঠান গঠন করে সার্বিক উন্নয়নের পরিকল্পনা গ্রহন করতে যাচ্ছে। প্রাথমিকভাবে বানিয়াচঙ্গের সকল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত গ্রহন করে বিশ্বব্যাংকে পাঠানোর একটি প্রস্তাবনা বা ধারণা পত্র তৈরীর কার্যক্রম শুরু হয়েছে বলে জানান। এলক্ষে মডেল ইউনিয়ন পরিষদ রূপান্তর কমিটি গঠনা করা হয়। কমিটির সভাপতি হচ্ছেন, মোহাম্মদ সামছুল ইসলাম ইউএনও বানিয়াচং, সদস্যরা হচ্ছেন চেয়ারম্যান (১) মোঃ মিজানুর রহমান খান, চেয়ারম্যান (২) হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান (৩) মাওলানা হাবিবুর রহমান, চেয়ারম্যান (৪) মোহাম্মদ আলী মমিন। পর্যায়ক্রমে ১জন চেয়ারম্যান সাচিবিক দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাগণ হচ্ছেন, এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-সিলেট), উপপরিচালক দিলীপ কুমার বণিক, স্থানীয় সরকার হবিগঞ্জ, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ডিএফ এ.বি.এস মাহবুবার রহমান এলজিএসপি-২ হবিগঞ্জ।