প্রেস বিজ্ঞপ্তি ॥ কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০১৪ ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র এস. এস. মোস্তফা কবির এতে আরও উপস্তিত ছিলেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াস ফরাজী, শাখা ব্যবস্থাপক লুৎফুর রহমান, সৈয়দ আলী, মামুনুর রশিদ, অন্যান্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, মুনসুর আলী, জাকির হোসেন, মদুল কান্তি, সুলতানা বেগম এছাড়া ও উপস্তিত ছিলেন পারভেজ আহমেদ চৌধুরী, কৃপেন্দ্র দাশ, মাজু মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ ও এলাকার ব্যাপক জন-সাধারণের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন ব্র্যাক এডিপি কর্মসূচির কর্মী বিউটি খাতুন ও রিমা আক্তার চৌধুরী।