মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, দুর্জয় হবিগঞ্জে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সুচনা হয়। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পন করেন হবিগঞ্জ জেলা প্রশাসন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও এডভোকেট মোঃ আবু জাহির, এডঃ আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ওইদিন সকাল ৮ টায় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এতে পুলিশ, আনসার, বিএনসিসি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং আকর্ষণীয় শরীরচর্চা প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে নিমতলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে নিমতলায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com