স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সুতাং এলাকায় সিলেটের এক লাইটেস চালককে হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত লাইটেস চালক হচ্ছে-সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কতোয়ালী থানা কমিটির সভাপতি মো: আনু বাবুর্চির ছেলে চৌহাট্টা লাইটেস স্ট্যান্ড এর সদস্য সুবেল আহমদ সোহেল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি ওই স্থানে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত পা বাধা লাশ উদ্ধার করে। নিহত যুবকের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তাতে নাম সোহেল আহমেদ সুবেল এবং পিতার নাম অনু মিয়া লেখা রয়েছে।
একটি সূত্রে জানা গেছে-গত ১৫ ডিসেম্বর চৌহাট্টা পয়েন্ট থেকে যাত্রীবেশী দুইজন গাড়ী ছিনতাই কারী ৬ হাজার টাকা ভাড়ায় জাফলং ও শ্রীমঙ্গলে যাবার কথা বলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সোহেল আহমদকে হত্যা করে গাড়ী নিয়ে পালিয়ে যায়। গতকাল দুপুরে সিলেট মানিকপীর টিলার কবরস্থানে দাফন করা হয়। নিহত লাইটেস চালক সুবেল আহমদ সোহেলের বাসা সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায়।