প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিকাল ৩টায় স্থানীয় কার্যালয়ে জেলা আমীর কাজী মাওঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে পৌর আমীর কাজী মহসিন আহমদের পরিচালনায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান অনিষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াত নায়েবে আমীর আলহাজ আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মোঃ মুশাহীদ আলী, জেলা জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাও: শেখ আব্বাস আলী, এডভোকেট মোঃ হারুন প্রমুখ। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তাদের মধ্যে উপহার বিতরণ করা হয়।