স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এএসআই আব্দুল ছালাম এর নেতৃত্বে একদল পুলিশ দুপুরে সদরের গ্যানিংগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে কালিকাপাড়া গ্রামের মৃত আব্দুল খালিক ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম ওরফে সেইল্যাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম শ্রীমঙ্গল থানার দায়েরকৃত একটি মাদক মামলায় ১বছর ৬মাসের সাজা হয়। এ মামলায় সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। এছাড়াও তার এর বিরুদ্ধে বানিয়াচং থানায় আরো ৪টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলায়ও সে দীর্ঘদিন যাবৎ পলাতক।