স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল শিল্প নগরী এলাকার রানা পলিথিন ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই ফ্যাক্টরীর ২টি মেশিনের কন্ট্রোল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ফ্যাক্টরী সূত্রে জানা যায়, ওই সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো ফ্যাক্টরীতে ছড়িয়ে পড়লে এ ক্ষতি হয়। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।