প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ এর উপর থেকে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলার সর্ম্পূরক চার্জশীট বাতিলের দাবীতে গতকাল সন্ধ্যায় স্থানীয় ইমামবাড়ী বাজারে যুবদল কর্তৃক আয়োজিক এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
জেলা যুবদল নেতা জাকির হোসেন সোহাগের সভাপতিত্বে ও ডাঃ বেলাল চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সাদিকুর রহমান, সুহেল মিয়া, শ্রমিকদল নেতা লেবু মিয়া, খালেদ মিয়া, ওয়ালিদ আলী, আমিনুল ইসলাম, এলাছ মিয়া, আরিফুল হক, আফরুজ্জামান, সিরাজুল ইসলাম, জাফর মিয়া, সালাউদ্দিন, শাহিনুর মিয়া প্রমূখ।
সভায় বক্তারা কিবরিয়া হত্যা মামলা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছের নাম প্রত্যাহারে দাবী জানান।