স্টাফ রিপোর্টার ॥ গত ১০ নভেম্বর হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভায় হবিগঞ্জ জেলা সদর সহ মহাসড়কে ট্রাক্টর চলাচল নিধেষাজ্ঞা জারির প্রতিবাদে গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ জেলা ট্রাক্টর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে ৮টি উপজেলার কয়েক হাজার ট্রাক্টর মালিক শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী এর নিকট পৃথক পৃথক স্মারকলিপি দেন জেলা ট্রাক্টর মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত জেলা ট্রাক্টর মালিক-শ্রমিক সমিতির সভাপতি জামাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক হেলাল মিয়া মেম্বার, রফিক মিয়া, আজগর আলী, ফজল মিয়া, আব্দুল শাহিদ, জালাল উদ্দিন আখঞ্জি, ছামাদ মেম্বার, মামুন মিয়া মেম্বার, দিদার মিয়া মেম্বার প্রমূখ।