মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে মূল্যবান সেচ পাইপ চুরির কারণে চা বাগানে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে চা বাগানে সৃজিত হাজার হাজার নতুন চারা গাছ মরে যাবার উপক্রম হয়েছে। গত ১৩ ডিসেম্বর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের তিন বাংলা এলাকা থেকে চা বাগানের নতুন সৃজিত সেচ কাজে ব্যবহৃত প্রায় ২০ লাখ মুল্যের এলুমিনিয়াম পাইপ চুরি হয়। রাত্রীকালীন চৌকিদার হিসেবে ওই এলাকায় আব্দুল হাই, জমশেদ, রমেশ, জাহিদ, সমীরণ দায়িত্বে ছিল। রাত অনুমান ২টার দিকে দুর্র্বৃত্তরা একটি ট্রাক ও মাইক্রোবাস যোগে এসে চৌকিদারদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে সেচ কাজে ব্যবহৃত ১শ পিচ এলুমিনিয়াম পাইপ ও খুচরা যন্ত্রাংশ গাড়িতে তুলে চম্পট দেয়। বাগান কর্তৃপক্ষের সন্দেহ নৈশ প্রহরীরা মূল্যবান সেচ পাইপ পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক আবুল কাশেম মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল্লাহ (পিপিএম) বাগানের পাইপ চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে বাগানের সেচ পাইপ চুরি হয়ে যাওয়ার ফলে ৩ দিন ধরে চা বাগানে সেচ কাজ বন্ধ রয়েছে। এতে করে নতুন সৃজিত চা গাছগুলো হুমকির মুখে পড়েছে।