স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থানা পুলিশ ডাকাত সন্দেহে ধলাই মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক ধলাই মিয়া বানিয়াচং উপজেলার নয়াপাতারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রিজ এলাকা থেকে এসআই ইন্দ্রনীল ভট্রাচার্য্য তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।