বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

বানিয়াচং সড়ক সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। স্থানীয় বিএনপি, সিপিবি ও বাসদের একাত্মতা প্রকাশ এবং বিএনপি কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাদের অংশ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সড়ক সংস্কার কাজের বরাদ্দ ও ওয়ার্ক অর্ডার হয়ে কাজ শুরু হওয়ার পর শহীদ বুদ্ধিজীবী দিবসে অবরোধ কর্মসূচী পালনে এমপিসহ স্থানীয় সরকারি দলের নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল   রোববার সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত শরীফ উদ্দিন সড়কের মোড়ে অবরোধ কর্মসূচী পালনকালে শতাধিক গাড়ি আটকা পড়ে। এ সময় যাত্রীরা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ baniachong pic 2শামছুল ইসলাম ও থানা ওসি লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ কর্মসূচী তোলে দেন। সকাল ১০টার দিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এর নেতৃত্বে স্থানীয় বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী ও বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড এআরসি কাওছার ও সিপিবি নেতা কমরেড ইমদাদুল হোসেন খানের নেতৃত্বে বাসদ-সিপিবি’র নেতা-কর্মীরা অংশ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে অংশগ্রহকারী নেতৃবৃন্দ মাথায় লাল সালু কাপড়ের পট্টি বেধে কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এদিকে এ কর্মসূচির ব্যাপারে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সরকার উন্নয়ন কর্মকান্ডে বদ্ধপরিকর। এ আঞ্চলিক মহাসড়ক সংস্কারের জন্য সওজ ৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ করে গত শনিবার থেকে কাজ শুরু করেছে। এ কর্মসূচী মূলত সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। এলাকার মানুষই আমার আপনজন। এই কর্মসূচী তারা প্রত্যাখ্যান করেছেন। ডা. জীবনের মতো নেতারা যদি ইস্যুবিহীন কর্মসূচী পালন করেন তাহলে মনে করি এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই শোকের দিনে স্থানীয় বিএনপির প্ররোচনায় মাথায় লাল কাপড়ের পট্টি পড়ে তারা উৎসব পালন করলো কিনা আমার বোধগম্য নয়। সাধারণ সম্পাদক ইকবাল হুসেন খান বলেন, স্থানীয় বিএনপির উস্কানি ও তাদের অংশ গ্রহণে এ কর্মসূচী নিন্দনীয়। আমি মনে করি এই কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসকে অবমাননা করা হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে বোঝা যায় বিএনপির নেতৃবৃন্দ এ দিবস মানেন না। এখনো তাদের ভিতরে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি কেন্দ্রী নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, শ্রমিক ও জনগণ চরম ভোগান্তির শিকার হতে হতে ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচী পালনে উদ্যোগী হয়। ওই কর্মসূচীতে আমরা সংহতি প্রকাশ করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাথায় লাল কাপড় বাঁধা হলো তাদের ক্ষোভের বহি:প্রকাশ এবং শ্রমিকের প্রতীক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com