মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকদের শাস্তির দিয়ে শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের কৃতী সন্তানদের ওপর হত্যাযজ্ঞ চালায়। দেশ স্বাধীন হওয়ার পরও পাকিস্তানের দোসররা কয়েকজন বুদ্ধিজীবীকে নিখোঁজ করে। যারা মাতৃভূমি ও মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে।
গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি ৭১-এর মানবতাবিরোধী অপরাধ ও শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে রায় বাস্তবায়নের আহ্বান জানান।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খানের পরিচালনায় আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, এডঃ আবুল ফজল, এডঃ আলমগীর ভূইয়া বাবুল, আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সম্পাদক মন্ডলীর সদস্য এডঃ  আফিল উদ্দিন, এডঃ আবুল মনসুর, সেলিম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডঃ সুলতান মাহমুদ, এডঃ আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, এডঃ কনক জ্যোতি সেন রাজু, শংখ শুভ্র রায়, নজমুল হক চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রাজু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম বাচ্চুু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, যুবলীগ এর সাধারন সম্পাদক বুরহান চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল মালেক, সফিকুজ্জামান হিরাজ, ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবী ও লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুর্শেদ কামাল মোশাহিদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com