স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কসবা মান্দারকান্দি এলাকায় সিএনজি অটো রিক্সায় ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ৪ যুবককে নিকট থেকে নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। এ সময় ডাকাতদের প্রহারে আমজাদ মিয়া নামে আহত যুবককে সিলেট এমজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের আমজাদ মিয়া রসুলগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে গত শনিবার সন্ধ্যায় সঙ্গীয়দের নিয়ে মান্দারকান্দি গ্রামে আয়োজিত গানের অনুষ্ঠানে যায়। সেখান থেকে শেষ রাতের দিকে সিএনজি বাড়ি ফিরছিলেন। সিএনজিটি কসবা মান্দারকান্দি এলাকায় পৌছুলে একদল ডাকাত সিএনজির গতিরোধ করে। ডাকাতরা যাত্রীদের মারধর করে ৩টি মোবাইল ফোন, নগদ প্রায় ৪০ টাকা নিয়ে যায়। এ সময় আমজাদ মিয়া চিহ্নিত ডাকাত সোহাগ ও সজিবকে চিনতে পেরে তাদের নাম ধরে ডাক দেয়। এ সময় ডাকাতদল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের শোর চিৎকারে আশপামের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার আমজাদ মিয়াকে আশংকাজন অবস্থায় সিলেট এমজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।