স্টাফ রিপোর্টার ॥ গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাধবপুর উপজেলার পশ্চিম বাঘাসুরা গ্রামের মীর হোসেন তার বাড়ির গাছ কাটছিল। এসময় গাছের ডাল প্রতিবেশী কালা মিয়ার বাড়ির সীমানায় গিয়ে পড়ে। এনিয়ে মীর হোসেনের সাথে কালা মিয়ার বাকবিতন্ডা হয়। এ সময় হামলায় লাল বানু (৫০), তার ছেলে ইলিয়াস মিয়া (২৮) ও নাতি জালাল মিয়া (১০) এগিয়ে গেলে তাদেরকে মারধর করা হয়।