স্টাফ রিপোর্টার ॥ একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত কয়েকদিনে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা পুড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার সম্পাদক হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্জ জিকে গউছ। এক বিবৃতিতে তিনি বলেন- আওয়ামীলীগ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। কোনো সংবাদ আওয়ামীলীগের বিরুদ্ধে গেলেই তারা পত্রিকা পুড়িয়ে, পত্রিকা অফিস পুড়িয়ে, সাংবাদিকদের হুমকি দিয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে। এটা গণমাধ্যমের জন্য চরম হুমকি স্বরুপ। তিনি সকলকে গণমাধ্যমের স্বাধীনতা রায় ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।