বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরের বাহুবল গ্রামে রুছমত উল্লার পুত্র কদ্দুছ মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে চোরেরা তার ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে রেখে নগদ দেড় লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। একই রাতে চোরেরা উপজেলা সদরের দক্ষিণ বাহুবল গ্রামে ব্যবসায়ী কাজল দেব-এর বাসা সহ আরো কয়েকটি বাসার দরজা ভেঙে চোরেরা প্রবেশ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।