নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব ইনচার্জ) বেনু ভুষন দাশ বদলী ঠেকাতে দৌড় ঝাপ শুরু করেছে। এদিকে সরকারী চাকুরীর পাশাপাশি বেনু ভুষন দাশ নবীগঞ্জ শহরের প্রাইভেট ডায়গনষ্টিক সেন্টারের সাথে জড়িত। সে সুবাদে রোগীদের বিভিন্ন পরীক্ষা হাসপাতালের পরিবর্তে না করে হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে করার পরামর্শ দেন। সুত্র জানায়, নবীগঞ্জ উপজেলার সরকারী চিকিৎস সেবা প্রতিষ্টান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ প্রয়োজনীয় লোকবলের অভাব রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) পদ রয়েছে ২টি। কর্মরত রয়েছেন বেনু ভুষন দাশ নামের ইনচার্জ ১ জন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের এক্স-রে মেশিন নষ্ট এবং টেষ্টের জন্য অন্যান্য যন্ত্রপাতিও বিকল থাকায় মেডিকেল টেকনোলজিক্যাল তেমন কোন কাজ না থাকায় বেনু ভুষন দাশ শহরের হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারে দায়িত্ব পালন করে আসছেন। বাহুবলে বদলী ঠেকাতে বেনু ভুষন দাশ বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন।