স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গন থেকে আজির উদ্দিন নামে এক পকেট মারকে পুলিশ আটক করেছে। আজির উদ্দিন নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গনে এক ব্যক্তি পকেট থেকে আজির উদ্দিন মানি ব্যাগ নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। রোববার শায়েস্তাগঞ্জ কাস্টমস গুদামে উদ্ধারকৃত গাঁজা জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।