কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পানিউমদা গ্রামের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকার বরাদ্দকৃত খাল ও বিল খনন প্রকল্পের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হচ্ছেন-পানিউমদা গ্রামের আরজত আলী, মনছুর আলম ও ইউপি সদস্য ফজল মিয়া। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যানারে তারা উল্লেখিত পরিমাণ টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে তাদেরকে উকিল নোটিশ দেয়া হয়েছে। হবিগঞ্জের সিনিয়র আইনজীবি মতিউর রহমান সানু স্বাক্ষরিত নোটিশ সূত্রে প্রকাশ, উপজেলার পানিউমদা গ্রামের সিকান্দর আলীর পুত্র আরজত আলী বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি। তিনি এলাকার লোকজনের স্বাক্ষর জাল করে এবং সমিতির সাধারণ সভা আহবান না করে ২০১২ সালের ৫ নভেম্বর ভূয়া পরিচালনা কমিটি গঠন করেন। একই বছরের ২৭ নভেম্বর সদস্যদের স্বাক্ষর জাল করে বৃহত্তর ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর এলাকায় পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন নবীগঞ্জের বড়ছড়া উপ-প্রকল্পের প্রথম ব্যবস্থাপনা কমিটির সভা দেখানো হয়। বাস্তবে কমিটির সদস্যদের নিয়ে কোন সভা হয়নি। সমিতির সভাপতি আত্মীয় স্বজনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে জাইকা কর্তৃক বরাদ্দকৃত বড়ইছড়া খাল, র্উরা বিল এবং কোনডরি বিল নাম মাত্র খনন করে প্রকল্পের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এতে সমিতির সুনাম ক্ষুন্ন এবং স্থানীয় লোকজন উন্নয়ন বঞ্চিত হয়েছে। রহস্যজনক কারণে সমিতির সাধারণ সভা আহবান এবং প্রকল্প কার্যক্রম নিয়ে নিরব রয়েছেন সমিতির সভাপতি আরজত আলী। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।