স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গন থেকে আজির উদ্দিন নামে এক পকেট মারকে পুলিশ আটক করেছে। আজির উদ্দিন নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গনে এক ব্যক্তি পকেট থেকে আজির উদ্দিন মানি ব্যাগ নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইন্দ্রনীল ভট্রাচার্য্য ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আজির উদ্দিন জানায়, সে চোর নয়, সে নবীগঞ্জ থানার সোর্স হিসেবে কাজ করছে।