প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিসের আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের সমাবেশ সফল করতে গতকাল জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা নেজাম উদ্দিন। বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা বদিউজ্জামান। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ, মাওলানা আমিমুল এহসান মাছুম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মীরপুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, চুনারুঘাট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, বাহুবল থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল বছির, সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, বানিয়াচং থানা শাখার সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদ, আজমিরীগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, জেলা সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ শহর শাখা সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, হবিগঞ্জ সদর থানা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল।
মাওলানা নেজামউদ্দিন তার বক্তৃতায় বলেন আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের সম্মেলনকে সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীকে মাঠে ঝাপিয়ে পড়তে হবে। খেলাফত কায়েমের লক্ষে আলেম উলামাদেরকে আরো সক্রীয় ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন দেশে নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ড আইন পাশ করার জন্য বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। খুব দ্রুত মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।