বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মধুপুর চা বাগানে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মধুপুর চা বাগানের বাজার লাইন একাদশকে ২-১ গোলে হারিয়ে কাঁঠাল লাইন একাদশ জয় লাভ করেছে। রবিবার বিকেলে মধুবপুর চা বাগান মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলকে পুর®কৃত করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মধুপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, বাগান পঞ্চায়েত সভাপতি শান্ত সাধু, সৈয়দ এনাম ও সুভাষ প্রমুখ।