মাধবপুর প্রতিনিধি ॥ পৌরসভার উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহাকে ‘শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন’ শেরে বাংলা স্বর্ণ পদক প্রদান করা হয়েছে। ১৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার হলে শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘‘মানবাধিকার প্রতিষ্ঠায় শেরে বাংলা এ.কে ফজলুল হকের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি আলহাজ্ব মোঃ আমিরুল কবির চৌধুরী তার হাতে স্বর্ণ পদক তুলে দেন। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্টাতা ভিসি অধ্যাপক ড.গোলাম মাওলা।
উল্লেখ্য যে, ২০১১ সালে পৌরসভার নির্বাচনে হিরেন্দ্র লাল সাহা বিপুল ভোটে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্বভার গ্রহন করার পর পৌরসভার অবকাঠামোসহ সমাজ উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনেন। মেয়র নির্বাচিত হওয়ার পর দক্ষতার সহিত পৌরসভার কার্যক্রম পরিচালনা করার ফলে পৌরসভার রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষমাত্রা অর্জনসহ বিভিন্ন শর্ত পূরণ করায় সরকার মাধবপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেন। বর্তমানে তাঁর সুদক্ষ পরিচালনার ফলে মাধবপুর পৌরসভা গঝচ এর আওতায় গঝট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে পৌরসভায় কম্পিউটারাইজড ট্যাক্স বিলিং, পানি বিলিং, ট্রেড লাইসেন্স এবং সফট্ওয়্যারে হিসাব রক্ষণ পদ্ধতি চালু করেন।