চুনারুঘাট প্রতিনিধি ॥ এবার সংরক্ষিত বনের কঁচি গাছে হাত পড়েছে বনদস্যুদের। রাজনৈতিক অস্থিরতার সুযোগে চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জের বিভিন্ন বন থেকে চোরেরা শত শত মন জ্বালানী কাঠ লুট করে নিয়ে যাচ্ছে। বিট কর্মকর্তা, বনরক্ষী, বন বিভাগের বিশেষ টহল বাহিনী ও ভিলেজারদের ম্যানেজ করে সরকারী সম্পদ লুটে পুটে নিচ্ছে চিহ্নিত বনদস্যুরা। রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির এক নেতাকে ম্যানেজ করে চলছে এ পাচার। এতে উজাড় হয়ে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম কালেঙ্গা বন। ওইসব জ্বালানী কাঠ ইট ভাটা ও চা প্রসেসিং কাজে ব্যবহার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেমা চা বাগানের কালাই, মোজাম্মেল, আমীর, চেকানগর গ্রামের জলিল মেম্বার ও আলীনগর গ্রামের ছালামসহ ৫ পাচারকারী সংরক্ষিত বন থেকে জ্বালানী কাঠ কেটে ওই কাঠ একটি চা বাগানসহ স্থানীয় ইট ভাটায় সরবরাহ করে যাচ্ছে বিগত দুই বছর ধরে। বন বিভাগের লোকজনকে প্রতি মন জ্বালানী কাঠের জন্য ৭০ টাকা প্রদান করে নিয়ে আসা হচ্ছে পরিবেশ বান্ধব ‘জ্বালানী কাঠ। সূত্রে জানা গেছে, এ কাঠ সংগ্রহ করতে প্রতিদিন ৮০ জনের একটি দল রেমা বনে প্রবেশ করে মুল্যবান ‘চারা গাছ’ কেটে এনে ওই গাছকে জ্বালানী কাঠ বানিয়ে পাচার করে দিচ্ছে। এ বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসলেও তারা কোন ব্যবস্থা নিতে পারছেন না যদিও এ ব্যপারে বেশ কয়েকটি তদন্ত হয়েছে। সুত্র জানান, জ্বালানী কাঠের সাথে বর্তমানে চোরেরা বনের গাছও পাচার করে চলেছে। রাজনৈতিক অস্থিরতার সুয়োগে চোরেরা গাছ পাচারের জন্য নিয়োগ দিয়েছে সর্বশক্তি। রেমা সংরক্ষিত বনের গাছ পাচার ও জ্বালানী কাঠ চুরির বিষয়ে গতকাল সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশারকে তা অবহিত করেছেন এলাকাবসি। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। সুত্র জানান, রেমা সংরক্ষিত বনের আদুচড়া, হাটুভাঙ্গা, হাতিমার, মেরেঙ্গাচড়া, ময়নাবিলসহ আশ-পাশের ১০টি টিলা থেকে এ গাছ কাটার মহোৎসব চলছে। রেমা বনভিটের ময়নাবিল ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর গাছ পাচারে সহায়তা করছেন।