বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ॥ বিজিবি’র হাতে ৯ জন আটক ॥ চেয়ারম্যান-মেম্বারের জিম্মায় মুক্ত

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার সময় ৯জনকে আটক করেছ। আটককৃত ৭জনকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় এবং ২জনকে মেম্বারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ৫৫বিজিবি মনতলা কোম্পানি সদরের অধিনস্থ সীমান্তের নয়নপুর বিওপি’র নায়েক সুবেদার হাবিবুর রহমান উপজেলার হরিনখোলা সীমান্তের ১৯৮৭/২এস ও ৩এস পিলালের মধ্যবর্তী স্থান দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জনকে আটক করে। এরা হচ্ছে- মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের হরিধন বিশ্বাসের ছেলে অধির বিশ্বাস (৪২), দূর্ঘাপুর গ্রামের শশিমোহন সরকারের ছেলে সতেন্দ্র সা (৩০), সতেন্দ্র’র স্ত্রী 10করুনা সরকার (২৫), ছেলে জিতু সরকার (৭), মেয়ে পূর্নিমা সরকার (৫), অনিমা সরকার (৩) ও ইন্দ্রমনি সরকারের ছেলে হেমানন্দ সরকার (৩০) কে আটক করে। আটক সতেন্দ্র জানায়- জিবি হাসপাতালে চিকিৎসাাধীন তার অসুস্থ্য বোনকে দেখতে সে গত বুধবার সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। পরে তাদেরকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের জিম্মায় বিকেল ৫টার দিকে ছেড়ে দেয়া হয়। একটি সুত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু দালালের সহযোগিতায় শতশত লোক অবৈধ ভাবে ভারতে আসা যাওয়া করছে।
এদিকে গতকাল বিকেল ৫টার দিকে চুনারুঘাট সীমান্তের ১৯৮৭/৩এস পিলারের নিকট দিয়েভারতে প্রবেশকালে বিজিবি ২ ব্যক্তিকে আটক করেছে। এরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের চন্দ্র চৌহানের ছেলে নন্দলাল চৌহান (৬০) ও গুরুচরন পাইনকার ছেলে ঠাকুর পাইনকা (৩৮)। স্থানীয় দালালের সহযোগিতায় বিজিবির নায়েক সুবেদার হাবিবুর রহমান তাদেরকে আটক করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে চৌমুহনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন জালালের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com