নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আনোয়ার মিয়া (২৮) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার মিয়া গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাও গ্রামের বাসিন্দা। সে এক সন্তানের জনক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর জনৈক ছাত্রী বার্ষিক পরীক্ষা শেষে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বখাটে যুবক ১ সন্তানের জনক আনোয়ার মিয়া তাকে পথরোধ করে উত্ত্যক্ত করে। মেয়েটি দৌড়ে ইউনিয়ন পরিষদে পৌছে বিষয়টি জানালে উত্তেজিত জনতা আনোয়ার মিয়াকে আটক করে দিনারপুর স্কুলে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে ছুটে যান। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফর রহমান উভয় পক্ষের জবানবন্দী গ্রহন করে আনোয়ার মিয়া তার অপরাধের কথা স্বীকার করলে তাকে ৬মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আনোয়ার মিয়াকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ হবিগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।