প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। গতকাল বুধবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন- সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে মেয়র জি কে গউছ হবিগঞ্জ-লাখাইর প্রতিনিধিত্ব করবেন। মিথ্যা মামলা দিয়ে গউছের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না। বক্তারা বলেন-সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মেয়র জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। আওয়ামীলীগের এই অপচেষ্টার সমোচিত জবাব দেয়া হবে। বক্তারা মিথ্যা মামলা থেকে মেয়র জি কে গউছকে অব্যাহতি দেয়ার দাবী জানিয়ে আগামী ২০ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানান।
জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জালাল আহমেদ, শেখ মখলিছুর রহমান।
বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু তাহের, শাহ আব্দুল আজিজ, মামুনুর রশিদ, রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনসারী রতন, সোহেল এ চৌধুরী, ওয়াহিদুর রহমান, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, এডভোকেট আব্দুল কাদির, শেখ আব্দুল হান্নান, নুরুল হক লিটন, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান নুর মোহাম্মদ, ইশতিয়াক আহমেদ রুবেল, নোমান তালুকদার, সাইদুর রহমান, লালন আহমেদ, আব্দুল আহাদ, শামছুল হুদা মেম্বার, আসাদুজ্জামান, শেখ রহমত আলী, আমীর আলী প্রমুখ।