স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৪ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা সালিশে নিষ্পত্তির সম্মতি দেবার পরও শিকারপুরের লোকজনের হামলায় দৌলতপুরের ২ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ ডিসেম্বর শিকারপুর গ্রামের সাথে জোড়ানগর, জামালপুর ও দৌলতপুর গ্রামবাসীর সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। সংঘর্ষের ঘটনাটি সালিশে নিষ্পত্তির জন্য সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উমেদনগর গ্রামের শিল্পপতি আব্দুর রহমান ও আকতার মিয়া, কাটখাল গ্রামের আফরোজ মেম্বার, এরাজত মিয়া, মাওঃ জুনাইদ, ফরিদ মিয়া, শাহীন মিয়া ও মাওঃ বশির, পুকড়া গ্রামের মৌলা মিয়া চৌধুরী, ফজল মিয়া চৌধুরী ও হারুনুর রশিদ চৌধুরী, ৯নং পুকড়া ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঝিটকা গ্রামের ফজর উদ্দিন, আবুল কালাম সহ অন্যান্য সালিশানগণের মধ্যস্থতায় উভয় পক্ষ সৃষ্ট বিরোধ সালিশে নিষ্পত্তিতে সম্মতি প্রদান করেন। সালিশ ২ জন সংসদ সদস্যের মাধ্যমে সালিশ অনুষ্ঠিত হবে বলে উভয় পক্ষকে জানানো হয়। এবং সালিশের পূর্ব পর্যন্ত আর কোন ঘটনা ঘটবে না বলে জোড়ানগর, জামালপুর ও দৌলতপুর গ্রামবাসীর দায়িত্ব নেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং শিকারপুর গ্রামবাসীর পক্ষে শিল্পপতি আব্দুর রহমান দায়িত্ব নেন।
এদিকে সালিশানগণ পরদিন এডঃ আবু জাহির এমপির স্মরনাপন্ন হলে আলোচনাক্রমে সালিশের দিনক্ষন নির্ধারনের জন্য উভয় পক্ষের ১০ জন করে ২০ জনকে পরদিন মঙ্গলবার রাতে তাঁর বাসায় আসার সিদ্ধান্ত দেন। সূত্র জানায় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী জোড়ানগর, জামালপুর ও দৌলতপুর গ্রামবাসীর পক্ষে ১০ জন নির্ধারিত সময়ে সংসদ সদস্যের বাসভবনে উপস্থিত হলেও শিকারপুর গ্রামের কেউ আসেন নি। পরদিন (গতকাল বুধবার) শিকারপুর গ্রামের মুরুব্বী মন্নান মিয়া সংসদ সদস্যের বাসভবনে এসে সালিশে সম্মতি প্রদান করেন।
অপর দিকে বিরোধ মিমাংসায় উভয় পক্ষ সম্মত হবার পর গতকাল দৌলতপুর গ্রামের মরহুম নওয়াব উল্লাহর পুত্র ওয়াহিদ মিয়া ও উসমান উল্লাহর পুত্র আকুত মিয়া গুঙ্গিয়াজুরীর মুড়ি হাওরে কাজ করতে যান। এ সময় শিকারপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের বেদরক প্রহারে আকুত ও ওয়াহিদ মারাত্মক আহত হয়। গুরুতর অবস্থায় তাদের প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।