প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিনং- চট্ট ঃ ১৩৫৬/৮৮ইং) হবিগঞ্জ সদর মাইক্রোবাস চালক আঞ্চলিক কমিটির সাধারণ সভা গতকাল বুধবার সকাল ১০টায় সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে ও শহীদুর রহমান লাল-এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি কাজী মলাই মিয়া, শাহ মোঃ রমজান আলী, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য আহাম্মদ চৌধুরী ছায়েদ, হাজী মোঃ আব্দুল আওয়াল, মোঃ মর্তুজ আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাইক্রোবাস আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মদন মোহন গোপ, সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, সদস্য আব্দুল কদ্দুছ, শেখ মোঃ মহিন, জনমাইকেল সরকার, মোঃ বাবুল মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ সাজু মিয়া, মোঃ আব্দুস সালাম খান, এসএম নূরুল করিম, মোঃ আব্দুস শহীদ, সাইফুল আলম, মোঃ উজ্জল মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ আব্দুজ জাহির, মোঃ মিন্টু মিয়া, মোঃ মন্নর আলী, গাজী খায়রুল ইসলাম প্রমূখ। সভায় আগামী ৩ জানুয়ারী গোপন ব্যালটের মাধ্যমে হবিগঞ্জ সদর মাইক্রোবাস আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।