প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১০ ডিসেম্বর দুপুরে এনজিও ইউনিকেয়ার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের হবিগঞ্জ চীফ কো-অর্ডিনেটর ও ইউনিকেয়ার এনজিওর চেয়ারপার্সন কামরুল হাসান কাজল। রাহ সমাজকল্যান যুব সংস্থার নির্বাহী পরিচালক ছাদেকুর রহমান খানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপার বশীর উদ্দিন আহমদ ও জনাব আলী ডিগ্রী কলেজের প্রভাষক সাজিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মনু, আব্দুল মুকিত, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান, শিক্ষিকা মিলন আক্তার প্রমুখ। বক্তাগণ বলেন, বর্তমান মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ জনক। মানবাধিকার যে জায়গায় লঙ্গন হবে, সেই জায়গায় মানবাধিকার রক্ষা করা হবে। নির্যাতিত অসহায় অধিকার বঞ্চিত ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে মানবাধিকার কর্মীগণ পাশে এগিয়ে আসবে।