লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার মুশাহিদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লাখাই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শোক জ্ঞাপনকারীরা হলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সহ-সভাপতি উত্তম কুমার দেব, মোঃ আব্দুল মতিন, সাধারন সম্পাদক মোঃ আবুল কাসেম, যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক পান্ডব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক নিতেশ দেব, নির্বাহী সদস্য নুরুল আমিন চৌধুরী ও মোঃ হারুনুর রশীদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।